বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রাম মুক্তিযুদ্ধে মাইজভান্ডার দরবার শরীফ/BANGLADESHER SHAWADHINATA SANGRAM O MUKTIJUDDHE MAIZBHANDAR DDARBAR SHARIF
প্রাককথন
মাইজভাণ্ডার দরবার শরীফ আমার বাড়ীর কাছে আরশী নগর’। সেই কৈশাের থেকে এই আধ্যাত্মিক কেন্দ্রটাকে দেখে আসছি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনস্থল রূপে । এ যেন এক বিশাল শান্তি ও আশ্রয়ের চাদোয়া, যেখানে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান-জুমিয়াচাকমা-মার্মা-টিপরা প্রভৃতি সকল জাতের ও শ্রেণীর লােক নির্ভয়ে নিশংসয়ে অকুণ্ঠিত চিত্তে সমবেত হন। নিজেদের আশা-প্রত্যাশা-সাধ-আহ্লাদের ঝাপি খুলে দেন এখানে। ব্যথা-বেদনাবঞ্চনা-হতাশার ঝর্ণার ফটক উম্মুক্ত করে দিয়ে সােয়াস্তির নির্মল হাওয়ায় মন-প্রাণ-পরিবেশ হালকা করে নিতে এখানেই ছুটে আসেন। এই পরিবেশটা কাউকে বুঝাবার নয়, শব্দ কিম্বা কথায় ব্যক্ত করার নয়, শুধু নিবিড়-গভীর অনুভবের ।
বাংলাদেশ অঞ্চলে আধ্যাত্মিক সাধক-পুরুষরা অতীতে এসেছেন ইয়েমেন-ইরাক-ইরান-কাশ্মীর প্রভৃতি অঞ্চল থেকে । ইতিহাসের সাক্ষ্য অনুসারে দেখা যায়, বড়পীর হযরত আবদুল কাদের জিলানীর (রঃ) অধঃস্তন বংশধর হযরত আবু শামা লাহােরী (রঃ) ও হযরত দেলােয়ার আলী পাকবাজ (রঃ)-এর মাধ্যমে আধ্যাত্মিক ‘লাল’ বা ক্ষমতা হযরত হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-এর কাছে হস্তান্তরিত হবার পূর্ব পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। বলা যায়, তার সময় থেকেই প্রকৃত বাঙালি ঘরানায় আধ্যাত্মিক সিলসিলার অধিষ্ঠান ও অভিযাত্রা শুরু। বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলগুলােতে এ দেশীয় আধ্যাত্মিক ব্যক্তিবর্গের আবির্ভাব ও বিকাশ ঘটতে থাকে তাঁর বাগান থেকে। এখানে কেবল বিশুদ্ধ মানবতাবাদী চেতনার চর্চাই হয়না, এখান থেকে উৎসারিত হচ্ছে বর্ণাঢ্য সাহিত্য-সঙ্গীত, যা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে।
মাইজভাণ্ডার দরবার শরীফ বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উর্বর বীজতলা হিসেবে বিকশিত হতে থাকে প্রাকৃতিক নিয়মে । হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (কঃ)-এর পৌত্র খাদেমুল ফো হযরত শাহসুফি সৈয়দ দেলাওর হােসাইন মাইজভাণ্ডারীকে সেই ১৯৪৬ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত বাংলা ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও আমাদের মহান মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সমর্থক হিসেবে দেখা যায়। ১৯৭০ সালে নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের বিজয় সম্পর্কে তাঁর একটি আগাম উক্তি সংবাদপত্রে প্রকশিত হয় এবং তা আওয়ামী লীগের নৌকার পালে’ প্রবল গতিময় বাতাসের যােগান দেয়।
আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বস্তুতঃপক্ষে আধুনিক ইতিহাসে এমন এক সফল জনযুদ্ধ, যা সর্বস্তরের জনগণের ৯৯.৯৯ শতাংশের সক্রিয় শরীকানা ও সমর্থনপুষ্ট । আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সূচনায় এই মাইজভাণ্ডার দরবার শরীফে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পতাকা কেবল উত্তোলিতই হয়নি, উপরন্তু এই দরবার মুক্তিযােদ্ধাদের নিরাপদ শেল্টার হিসেবে ব্যবহৃত হয়েছে ।
এভাবে মাইজভাণ্ডার দরবার শরীফ কেবল আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে নয়, জনগণের পৃষ্ঠপােষক বিশাল সামাজিক শক্তি হিসেবেও আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আসন করে নিয়েছে।
চট্টগ্রামের সন্তান হিসেবে, মাইজভাণ্ডার দরবার শরীফরূপী সুবিশাল বটবৃক্ষের ছায়াতলের বাসিন্দা হিসেবে এসব তথ্য ও ইতিহাস আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্যে সুবিন্যস্ত আকারে রেখে যাওয়া আমার নৈতিক ও নাগরিক কর্তব্য বলে মনে করেছি। তাই গভীর আগ্রহভরে এসব আকর্ষণীয় তথ্য সংগ্রহে ব্ৰতী হই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি দায়বদ্ধ একজন বাঙালি হিসেবে।
এই পুস্তকে প্রকাশিত তথ্যাবলী ধারাবাহিকভাবে চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদীতে ১৫ মার্চ ২০০০ সাল থেকে ১০ মে ২০০০ সালে প্রকাশিত হয় । অগণিত পাঠক এই উদ্যোগকে সাধুবাদ জানান। দৈনিক আজাদীর তৎকালীন সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম অধ্যাপক মােহাম্মদ খালেদ (১৯২২২০০৩) এগুলােকে পুস্তক আকারে প্রকাশের পরামর্শ দিয়েছিলেন অনেকবার । আমার বেদনা, তিনি পুস্তক আকারে এ প্রকাশনাটা দেখে যেতে পারলেন না।
আমি ঐতিহাসিক নই। এগুলাে একজন পেশাদার সাংবাদিক হিসেবে সংগৃহীত তথ্যাবলীর একটা বিন্যস্তরূপ মাত্র । আগামী দিনের আগ্রহী ঐতিহাসিকদের কাজে আসতে পারে এমন কিছু তথ্য ও মাল-মসলা এই পুস্তকের ভাণ্ডারে মওজুদ রইলাে ।
এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার যে, কেবল মাইজভাণ্ডার দরবার শরীফ নয়, এ দরবারের মহান খলিফাগণের আধ্যাত্মিক দরবারগুলােও আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গৌরবােজ্জ্বল অংশ বটে। এসব তথ্য সংগৃহীত হয়ে বিন্যস্ত হওয়া দরকার। আমাদের অনুসন্ধিৎসু ঐতিহাসিক, গবেষক এবং ঐসব দরবারের উত্তরাধিকারীদেরকে এ ব্যাপারে সাগ্রহে এগিয়ে আসতে হবে । এসব ইতিহাস গ্রন্থবদ্ধ হলে আমাদের আগামী জেনারেশনসমূহ জানতে ও উপলব্ধি করতে পারবে, তারা কোন মহান জাতি ও সংগ্রামী ঐতিহ্যের উত্তরাধিকারী । আমি আশা করি, সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে উদ্যোগী ও তৎপর হবেন।
বলাকা প্রকাশনের জামাল উদ্দিন ও শরীফা বুলবুল লাকী এসব নিবন্ধকে পুস্তক আকারে প্রকাশ করার দায়িত্ব নিয়ে আমাদের দেশ ও জাতির ইতিহাসের গােলাঘরে কিছু দামী সম্পদ যােগান দেবার কৃতিত্বের অধিকারী হলেন ।
মোঃ মাহবুব উল আলম
এনায়েৎপুর, হাটহাজারী, চট্টগ্রাম । ২৬ মার্চ ২০০৮ খ্রিস্টাব্দ
৳ 125
Reviews
There are no reviews yet.