About The Author
আফসার উদ্দিন আহাম্মদ চৌধুরী
আধ্যাত্মিক সাধক হযরত বদর শাহ্ আউলিয়ার আবাদ ভূমি, পাহাড়, সমুদ্র অরণ্যঘেরা নদী বিধৌত প্রকৃতির অপরূপ শোভায় শোভিত স্বর্ন প্রসবনী চট্টলার বুকে যুগে যুগে যে সমস্ত মহাপুরুষ জন্মগ্রহন করে চট্টগ্রামকে ধন্য, আলোকিত অ গর্বিত করেছেন, যাঁরা জীবন মন্থন বিষ নিজে পান করে উত্থিত অমৃত দেশ অ জাতির কল্যানে দেশ অ জাতিকে দান করে যাচ্ছেন, যাঁরা সদা সত্য ন্যায় অ সুন্দর প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত এবং সর্বোপরি যাঁরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছড়া, কবিতা, গান ইত্যাদি রচনা করে যাচ্ছেন তাদের মধ্যে আফছার উদ্দিন আহাম্মদ চৌধুরী অন্যতম।
তিনি ১৯৫০ সালের ৩১শে ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব বাদশা মিয়া চৌধুরী এবং মাতা মরহুমা জাহানারা বেগম চৌধুরানী। মাত্র চার বছর বয়সে এক জটিল রোগে আক্রান্ত হয়ে তাঁর দুটি পা অচল হয়ে জায়। এর এক বছর পর মারা জান তাঁর মা । ফলে বড় ভাই আলহাজ্ব জসিম উদ্দিন আহাম্মদ চৌধুরীর পরম স্নেহের পাশে তিনি জীবন চলার পথ খুঁজে পান। মেধাবী এ লেখক প্রতিবন্ধী হয়েও সৃজনশী চিন্তাধারায় নিজকে জড়িয়ে রাখছেন। ১৯৭০ সালে কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে অংকে লেটারসহ (মানবিক শাখা) হতে প্রথম বিভাগে এস.এস.সি. পাশ করেন। পরে নাজিরহাট ডিগ্রী কলেজ থেকে এইস.এস.সি. এবং ১৯৭৭ সালে ডিগ্রী পাশ করেন।
তিনি যে সমস্ত সন্মাননা পদক পেয়েছেন তাঁর মধ্যে উল্লেখযোগ্য হ্ল সিলেট ছড়া পরিষদ পদক ১৯৮৮ইং, সিলেট মুসলিম সাহিত্য পরিষদ পদক ১৯৮৮ইং, গ্রামীন প্রতিভা একাডেমি পদক ২০০২ইং, সিলেট, জাতীয় আধ্যাত্মিক কবিতা পরিষদ হতে আধ্যাত্মিক পদক ২০০৪ইং , ঢাকা, নবীন চন্দ্র সেন পদক ২০১১ ইং। তাঁর সহধর্মীনি রুবি আকতারও একজন সর্বগুনে গুণান্বিত আদর্শ রমণী। তিন পুত্র দুই কন্যা এবং তিন নাতি নাতনী নিয়ে ভালবাসার ফুলজুড়িতে তারা সুখি দম্পতি।
ডঃ নিজাম উদ্দিন জামি
সহকারি অধ্যাপক (বাংলা বিভাগ)
উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
Reviews
There are no reviews yet.