আরাকান রাজসভায় মুসলিম নেতৃবর্গের গর্বের ইতিহাস জামাল উদ্দিন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গমস্থলে সমুদ্র তীরবর্তী হাজার বছরের প্রাচীন জনপদ আরাকান। ঐতিহাসিকভাবে রাজ্যটি ছিল বরাবরই স্বাধীন ও অতিশয় সমৃদ্ধশালী। ম্রোহং বা রোসাঙ্গ শহরকে কেন্দ্র করেই গড়ে ওঠেছিল এই রাজ্যের রাজধানী। চট্টগ্রাম, পেগু ও আরাকান, এই তিন জনপদের মধ্যেই আবর্তিত হয়েছে এই রাজ্যের পরিধি। ইতিহাসের পেছনে তাকালে দেখা যায়, খ্রিস্টপূর্ব দুই শতক হতেই ইয়েমেনিয় ও ব্যাবিলনিয় অঞ্চলের আরবগণ (অমুসলিম আমলের) সমুদ্র বিদ্যায় পারদর্শীতার কারণে চীন ও ভারতীয় দ্বীপপুঞ্জের সাথে ব্যবসা-বাণিজ্যের একচেটিয়া অধিকারী ছিল। যে সময়ের কথা বলা হচ্ছে, তখন ভৌগোলিকভাবে চট্টগ্রাম ছিল অধুনা-লুপ্ত আরাকান রাজ্যের একটি অঞ্চল। এই রাজ্যের অন্যতম বন্দর শহর...
আরাকান রাজসভায় মুসলিম নেতৃবর্গের গর্বের ইতিহাস
