আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সলর প্রফেসর ড, অনুপম সেন স্যারের বাসভবনে সাহিত্যআড্ডায় আমরা। নানা বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক আজাদীর সাহিত্য সম্পাদক কবি অরুণ দাশগুপ্ত, সংস্কৃতি সংগঠক ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি রেবা বড়ুৃযা, কবি আশীষ সেন ও আমি।
প্রফেসর ড, অনুপম সেন স্যারের বাসভবনে সাহিত্যআড্ডায়
