ঢাকায় এশিয়াটিক সোসাইটি ভবনে ।এশিয়াটিক সোসাইটি কতৃক ENCYCLOPEDIA OF BANGLADESH WAR OF LIBERATION প্রকল্পের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সলর ড. হারুন অর রশিদ, প্রকল্পের আহবায়ক ও নির্বাহী সম্পাদক ঢাকা মিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাজাহান মিয়া। সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ.কে এ, হারুনর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দুলাল কান্তি ভেৌমিক।এশিয়াটিক সোসাইটি ভবনে উল্লেখিত গবেষকদের সাথে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনাপর্ব শেষে আমার ৫টি গ্রন্থের মোড়ক উম্মোচন করলেন মুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়ন।প্রকল্পের বিশিষ্ট এই গবেষক বৃন্দ। গ্রন্থগুলোর মধ্যে ১. স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে চট্টগ্রাম, ২ মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর, ৩. আনোয়রা একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ, ৪- বাংলা আমার মা, ও ৫. পার্বত্য চট্টগ্রামের ইতিহাস।
ঢাকায় এশিয়াটিক সোসাইটি ভবনে
