১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন আজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী। জাতির জনকের আত্মার প্রতি আজ জাতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রী এই দিনে কোন অনুষ্ঠান পালন করেন না, এমনকি তিনি দেশেও থাকেন না। । মন্ত্রী হবার পর থেকে আগস্ট মাস শুরুর আগেই তিনি বিদেশ পাড়ি দেন। দেশে ফিরেন আগস্টের শেষের দিকে। এবারো তিনি জুলাই মাসের শেষের দিকে বিদেশ চলে গেলেন ! এখনো বিদেশে আছেন ! এর কারণ কি? আসলেই কি তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী
