‘বিচিত ভাবনা’ গ্রন্থটি ‘সমাজ, সংস্কৃতি, সাহিত্য’ নামে যে গ্রন্থটি প্রায় এক দশক আগে প্রকাশিত হয়েছিল, সেই গ্রন্থেরই দ্বিতীয় সংস্করণ। এই গ্রন্থে আরও কয়েকটি নতুন ক্ষুদ্র প্রবন্ধের সংযোজন রয়েছে। সমাজ, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে আমার কিছু কিছু বিক্ষিপ্ত ভাবনা প্রকাশিত হয়েছিল। এই ভাবনাগুলোর অনেকগুলোই কালের প্রেক্ষাপটে; যেমন, দ্বিতীয় প্রবন্ধটির প্রেক্ষাপট ছিলো, একসময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তার কারণগুলোর ব্যাখ্যা বা পরিপ্রেক্ষিত তুলে ধরা।
বস্তুত গত শতকের ’৮০ এবং ’৯০-এর দশকে আমরা একটি বড়ো ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে এসেছি। সমাজ, জীবন ও সংস্কৃতির ক্ষেত্রে আমাদের অনেক মূল্যবোধ যেগুলোর মধ্যে রয়েছে আমাদের জাতীয়তাবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সাম্যের জন্য আকাংক্ষা সেগুলোর উপর বড়ো ধরনের আঘাত এসেছিল। এই শতকের দ্বিতীয় দশকেও এসে আমরা তার অনেকগুলোর মোকাবিলা করছি। আমাদের নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা আবার নতুন করে সঞ্চারিত হচ্ছে। এটা আমরা কখনোই ভুলতে পারবো না গত শতাব্দীর ’৫০ ও ’৬০-এর দশকে বাঙালি জাতির এক অসাধারণ নবজাগরণের বিকাশ হয়েছিল। এই গ্রন্থের অধিকাংশ লেখাই কোনো না কোনোভাবে সেই চেতনার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, যাঁরা অনুপ্রেরণার উৎস ছিলেন, তাঁদের নিয়ে, তাঁদের চিন্তা সৃষ্টি ও কর্মকে নিয়ে। ইতিহাস সদা প্রবহমান। আমরা যা ফেলে আসি তারও একটা বড়ো মূল্য রয়েছে, বিশেষভাবে মানুষের অগ্রযাত্রা বা পশ্চাৎপদতার সৃষ্টিতে।
এই গ্রন্থটি যদি আমাদের নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সামান্য কিছুটা হলেও ভাবতে সাহায্য করে, তাহলে আমার লেখাগুলো সার্থক হবে।
Reviews
There are no reviews yet.