‘জীবনের পথে প্রান্তরে’ কোন আত্মজীবনী নয়। চট্টগ্রামের পাঠকদের জন্য দৈনিক ‘প্রথম আলো’র বিশেষ প্রকাশনা ‘ আলোকিত চট্টগ্রাম’ – পত্রিকাটির জ্যৈষ্ঠ উপ-সম্পাদক শামসুল হক এ লেখাটি বছর তিনেক আগে চার পর্বে প্রকাশ করেছিলেন। মূলত তাঁর অনুরোধে সাড়া দিয়ে আমি আমার যাপিত জীবনের কিছু ঘটনা বা পর্ব প্রশ্নোত্তর আকারে ছাপাতে রাজি হয়েছিলাম। কেবল আমার নয়, যতটুকু মনে পড়ে, সে সময় তিনি বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামানসহ আরও ক’জনের জীবন কণিকা প্রকাশ করেছিলেন।
আমার এ জীবনে এ যাবত কত যে ঘটনা ঘটেছে, তাঁর কিছুটাও যদি সামনের দিনগুলোয় কাগজের বুকে উন্মোচিত করতে পারি, তাহলে তা একটি বিরাট সমাজ-আলেখ্য হবে। ১৯৪০ থে ২০১০ সাল- গাঙ্গেয় এ – বদ্বীপের ইতিহাসের বিশাল ভাঙ্গা-গড়ার কাল, বহু মিথ্যা রাস্ট্র-তত্ত্বের জন্ম-মৃত্যুর কাল, সেই সঙ্গে বহু সপ্নের অকাল মৃত্যুর কালও। একালে যেমন ঘটেছে বিশাল সব পতন , তেমনি ঘটেছে বিরাট সব অভ্যুদয়। এইকাল একই সঙ্গে বিনাশ ও অভিনাশি। এইসব সংখ্যাতীত জীবনের বিনিময়ে আমরা একটি মহৎ কালের সূচনার জে ইঙ্গিত পেয়েছি- বাঙ্গালি সত্যিই তাকা মূল্যায়ন দিতে পারবে কিনা তা নির্ভর করছে মহৎ জীবন বোধে, কর্মবোধে উদ্বুদ্ব হয়ে প্রতিটি বাঙ্গালির জীবনে সার্বিক অর্থে মুক্তির সপ্নে তা মুর্ত ক্রতে পারবে কিনা, তারই উপর এই গ্রন্থে আমি এই কালে আমার জীবনের সামান্য কয়েকটি ঘটনা বা কণিকার কথাই উল্লেখ করেছি, আর কিছু নয়।
Reviews
There are no reviews yet.